৫ম বিকেএসপি কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ -২০২৫ এ বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ফাইনালে প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৫৯-৫১ পয়েন্টে রাজশাহীর ফরহাদ বাস্কেটবল অ্যাকাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৭৯-৬৩ পয়েন্টে বিকেএসপি বি দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল ১টি অ্যাকাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপির ২টি দল সহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।



