তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিদিন ৪৪৪ জনের মৃত্যু

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা এ তথ্য তুলে ধরেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইল নাটাব আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা
টাঙ্গাইল নাটাব আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা |নয়া দিগন্ত

বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিদিন প্রায় ৪৪৪ জন মানুষ মারা যায়। এছাড়া প্রতিবছর মৃত্যু ঘটে এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষের। এদিকে তামাক ব্যবহারের ফলে মানুষজন হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য (২০১৮) অনুযায়ী জানানো হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা এ তথ্য তুলে ধরেন।

‘আইনের দুর্বলতার কারণে তামাক কোম্পানি বেপরোয়া, তাই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি’ শিরোনামে টাঙ্গাইল ল কলেজ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে তামাকের ব্যবহার ও জনস্বাস্থ্যের চিত্র তুলে ধরে প্রেস কনফারেন্সে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭ অনুসারে বাংলাদেশে প্রায় পৌনে চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় তিন কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। তামাকের এ বহুল ব্যবহার জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।

এছাড়া লাখ লাখ মানুষ হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ ও ক্যান্সারের মতো মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছে। এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কনফারেন্সে সভাপতিত্ব করেন নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। বক্তব্য রাখেন সাংবাদিক শামসাদুল আক্তার শামীম, অরণ্য ইমতিয়াজ, অ্যাডভোকেট মালেক আদনান, মাসুদুল হক ও রিয়ান রাজা প্রমুখ। এ সময় নাটাবের ফিল্ড অফিসার শাহীনুর রহমান উপস্থিত ছিলেন।