চট্টগ্রামে এ প্লাসপ্রাপ্তদের সংবর্ধনায় শিবির সভাপতি

দেশ গড়তে জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি নৈতিকতায় বলীয়ান হতে হবে

‘তবে যারা পুলিশ হবে, এমন পুলিশ হবে না, যাতে আবু সাঈদের মতো একজন দেশপ্রেমিক তরুণকে গুলি করতে হয়।’

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
চট্টগ্রামে এ প্লাসপ্রাপ্তদের সংবর্ধনায় অনুষ্ঠানে শিবির সভাপতি
চট্টগ্রামে এ প্লাসপ্রাপ্তদের সংবর্ধনায় অনুষ্ঠানে শিবির সভাপতি |ছবি : নয়া দিগন্ত

এই প্রজন্মকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি নৈতিকতার বলে বলীয়ান হতে হবে। নইলে পেছনের জঞ্জাল কেটে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আমাদের একটি সনদনির্ভর ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যায়। এই ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে তিনি মানুষ হচ্ছেন কিনা, তার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই, নেই সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো হিসাবও।’

রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম নগরের দি কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যারা আজকে সংবর্ধিত হচ্ছো, আগামীতে তোমরাই এ জাতির নেতৃত্ব দেবে। তোমরাই দেশ ও জাতিকে পরিচালনা করবে। এজন্য নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, এই জীবনের পর আরো একটি জীবন আছে। এই জীবনের শেষ আছে, সেই জীবনের শেষ নেই। ইহকালে সফলতা অর্জনের পাশাপাশি পরকালীন জীবনেরও সফলতা অর্জন করতে হবে। এমনভাবে ইহকালীন জীবন পরিচালনা করতে হবে যাতে পরকালীন জীবনে আল্লাহর ফেরেশতারা লালগালিচা সংবর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মনে করেছিলাম, ৫ আগস্টের পর দেশ একদম ভালোমতোই চলবে। কিন্তু ইতোমধ্যে দেশের মানুষ হতাশ হয়েছে। জাতির জন্য তোমাদের মতো মেধাবী তরুণদেরকে তৈরি হতে হবে। আমি জানি, তোমরা বড় হয়ে একেকজন একেক পেশায় বড় জায়গায় অধিষ্ঠিত হবে। তবে যারা পুলিশ হবে, এমন পুলিশ হবে না, যাতে আবু সাঈদের মতো একজন দেশপ্রেমিক তরুণকে গুলি করতে হয়। যারা পলিটিশিয়ান হবে, এমন পলিটিশিয়ান হবে না, যাতে পতিত সরকারের এমপি-মন্ত্রীদের মতো লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করতে হয়।

তিনি আরো বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছিলেন আগ্রাসনবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি তার সহপাঠীদের নামাজের দিকে আহ্বান করতেন, প্রতিবাদ করতেন অন্যায়ের বিরুদ্ধে। সে কারণেই তার সহপাঠীরাই তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। যারা তাকে হত্যা করেছে, তারাও নিশ্চয়ই সমান মেধাবী ছিল, কিন্তু তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল—তা হলো মানবতা। তাই আমাদের আগে মানুষ হতে হবে।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আবু নাসের, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: একে এম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো: হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির ও ইউরোপিয়ান কমিশনের এশিয়া সেন্ট্রালাইজড সাপোর্ট ফর ইরাজমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টের রিজিওনাল ম্যানেজার ড. মোহাম্মদ আশিকুর রহমান প্রমুখ।