ফতুল্লায় ফেরি থেকে পানিতে পড়ে গেল ৫ যানবাহন, ৩ জনের লাশ উদ্ধার

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টায় লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Location :

Narayanganj
ফেরি থেকে পড়ে যায় ৫ যানবাহন
ফেরি থেকে পড়ে যায় ৫ যানবাহন |নয়া দিগন্ত

কামাল উদ্দিন সুমন নিয়াজ মোহাম্মদ মাসুম, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে ডুবে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টায় লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়াদের লাশের প্রাথমিক পরিচয় জানা গেছে, তাদের একজন মোটরসাইকেল চালক রফিক, একজন ভ্যানচালক স্বাধীন ও আরেকজন প্রবাসী মাসুদ।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িও পানিতে পড়ে যায়।

তিনি আরো বলেন, ‘আমরা ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলে স্টিয়ারিংয়ে বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি যানবাহনের সবগুলোই পানিতে তলিয়ে গেছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নদীর মাঝখানে ফেরি থেকে একাধিক যানবাহন পানিতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ থাকা এক ব্যক্তির সন্ধানে এখনো তল্লাশি চলমান।