২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে দলটি।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা নিয়ে আক্রমণ চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে হত্যা করেই খুনিরা থেমে থাকেনি বরং লাশের উপর উঠে নৃত্য করেছিল; যা পৃথিবীর ইতিহাসে বিরল। পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে থেকে খুনি হাসিনার সেই দিনের তাণ্ডব থেকে শুরু করে গত ১৫ বছর ধরে গুম, খুন, অত্যাচার ও আয়না ঘরের মাধ্যমে এ দশের মানুষকে জিম্মি করে রেখেছিল। দেশের মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু এ দেশের মানুষ এসব অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠার কারণে খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছিল।
তারা বলেন, জামায়াতের দাবি হচ্ছে জনগণের দাবি। জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী ১৬ বছর ধরে দেশের জনগণ যে জুলুমের শিকার হয়েছিল তা এখনো শেষ হয়নি। সরকারি-বেসরকারি দফতরগুলোতে ঘুষ ব্যতীত কোনো ফাইল ছুটে না। গরীব ও দুঃখী মানুষ কোনো সেবা নিতে গেলে তাদের ঘুষ প্রদানে বাধ্য করা হয়। স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে কোনো সরকারই ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে পারেনি। একমাত্র জামায়াতই পারবে দুর্নীতির মূলোৎপাটন করতে; কারণ চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতের দু’জন মন্ত্রী ছিলেন। দুদকসহ কোনো সংস্থাই ওই দু’জন মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি। জামায়াত যে প্রতিশ্রুতি দিবে তা নির্দিষ্ট সময়ের অনেক আগেই পূরণ করবে।
তারা আরো বলেন, সকল গ্লানি দূর করে আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একমাত্র জামায়াতই ভূমিকা পালন করতে পারে। ঢাবি, জাবি, চবি ও রাবিতে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা দেখিয়ে দিয়েছে দেশের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে। দেশের মানুষ চাঁদাবাজদের বিরুদ্ধে ও দুর্নীতির বিরুদ্ধে। দেশ পরিচালনায় আগামীতে ব্যালট বিপ্লবের মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আনবে দেশের জনসাধারণ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, সদর উপজেলা আমির মো: ইলিয়াস ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো: অলিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবি পেশ করেন।



