বাউবিতে হিসাব নিরীক্ষা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন- বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাউবিতে হিসাব নিরীক্ষা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বাউবিতে হিসাব নিরীক্ষা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় ‘হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন- বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক বা হিসাব বিভাগের জন্য প্রাসঙ্গিক নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও উন্নয়নের মূলভিত্তি। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেনদেন, প্রকল্প ব্যয়, গবেষণা তহবিল ও সরকারি অনুদান পরিচালিত হয়। এসব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে না থাকলে প্রতিষ্ঠানটির সুনাম, আস্থা ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- বাউবি ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, মো: মনসুরুজ্জামান খান, সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, হিট প্রকল্প, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়; এবং শ্রীনিবাস চন্দ্র সাহাজি, উপ-পরিচালক, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদফতর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিন দিনব্যাপী (১৭–১৯ আগস্ট ২০২৫) এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।