জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ৩৮জন শহীদ ও ৩৩৩ জন আহত পরিবারের আজীবন চিকিৎসার দায়িত্ব নিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখা।
বুধবার (৩০ জুলাই) রাতে কুমিল্লা শিল্পকলায় অনুষ্ঠিত ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘৩৬ জুলাইয়ে স্বাধীনতার পথ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানানো হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার সভাপতি ডা: জহির উদ্দীন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন জুলাই বিপ্লবে শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্রফেসর ডা: মাহমুদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন ফোরামের কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান, কুমিল্লা সিভিল সার্জন ডা: আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, ড্যাব কুমিল্লা জেলার সভাপতি ডা: মাছুম হাসান, কুমিল্লা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ডা: সফিকুর রহমান পাটোয়ারী।
এ সময় ফোরামটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: ফজলুল হক লিটন, মহিলাবিষয়ক সম্পাদক ডা: উম্মে কুলসুম মুনমুন, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ, কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা: জাহাঙ্গীর আলম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু রায়হান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভ্যুত্থানে কুমিল্লায় শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়। এ সময় বক্তারা জেলার শহীদ ও আহত পরিবারের আজীবন চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।