রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়নপুর এলাকায় বিস্কুট কিনে ফেরার পথে বাসের চাপায় কনিকা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনিকা চরনারায়নপুর গ্রামের আব্দুল কাদের মন্ডলের মেয়ে।
জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ চালকবিহীন অবস্থায় বাসটি আটক করে মামলা দিয়েছে।’



