হাদির স্মরণে ঝালকাঠিতে ইসলামি ছাত্র-আন্দোলনের দোয়া

সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ছাত্র-আন্দোলনের জেলা সম্মেলনে এ আয়োজন করা হয়।

Location :

Jhalokati
হাদির স্মরণে দোয়া
হাদির স্মরণে দোয়া |নয়া দিগন্ত

আতিকুর রহমান, ঝালকাঠি (বরিশাল) সংবাদদাতা

ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে দোয়ার আয়োজন করেছে ইসলামি ছাত্র-আন্দোলন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ছাত্র-আন্দোলনের জেলা সম্মেলনে এ আয়োজন করা হয়।

এ সময় প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ড. সিরাজুল ইসলাম সিরাজী এবং সভাপতি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র-আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মদ ওয়ালি উল্লাহ সরদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মো: ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন ঝালকাঠির সভাপতি হাফেজ আলমগীর হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আল আমিন, ইসলামী আন্দোলন যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী, বাংলাদেশ মুজাহিদ কমিটির ঝালকাঠি জেলার মো: মোখতার আহাম্মেদ প্রমুখ।