দৃষ্টিপ্রতিবন্ধী সিয়াম ৭ বছরেই কোরআনের হাফেজ

‎এই অন্ধ হাফেজের জীবনের গল্প শুধু তার ব্যক্তিগত সাফল্যের কাহিনি নয়, বরং এটি সাহস, নিষ্ঠা ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
সবার সাথে হাফেজ সিয়াম
সবার সাথে হাফেজ সিয়াম |নয়া দিগন্ত

‎জন্ম থেকেই চোখের আলো নেই। দৃষ্টিহীনতার কারণে ছোটবেলা থেকেই জীবনে লড়াই করতে হয়েছে। কিন্তু মনোবল হারাননি। পরিবার ও শিক্ষকদের অবিরাম সহায়তা এবং নিজের দৃঢ় সংকল্পের কারণে তিনি মুখস্থ করেছেন সম্পূর্ণ পবিত্র কোরআন শরিফ।

১৫ বছরের দৃষ্টিপ্রতিবন্ধী শিশু আফতাব উদ্দিন সিয়াম। মাত্র ৭ বছরে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেন। কোরআন মুখস্তের পাশাপাশি তিনি আয়ত্ম করছেন কেরাত।

শিশু আফতাব উদ্দিন সিয়ামের বিস্ময়কর প্রতিভার দৃষ্টান্ত হলো- দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও এ বয়সেই তিনি পবিত্র কোরআনের প্রতিটি পৃষ্ঠা ও আয়াতের বিবরণ দিতে সক্ষম। প্রতিটি পৃষ্ঠার আয়াত সংখ্যা ও সুরার তথ্য তিনি অনায়েসেই দিতে পারেন।‎ চোখের আলো না থাকলেও মন ও মস্তিষ্কের শক্তিতে আলোকিত হাফেজ সিয়াম। অদম্য ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম এবং অগাধ বিশ্বাসের জোরে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করেছেন তিনি। নিজের সীমাবদ্ধতাকে জয় করে তিনি এখন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

সিয়াম ‎চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ‎জান্নাতুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র৷

এই অনন্য অর্জনে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী গর্বিত। স্থানীয়দের মতে, তার সাফল্য অন্যদের জন্যও প্রেরণার উৎস। তিনি প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা থাকলেও দৃঢ় মনোবল আর অক্লান্ত পরিশ্রমে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনছুর আলী বলেন, দৃষ্টি না থাকলেও মনোবল আর একাগ্রতায় সে যা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। এমন শিক্ষার্থী আমাদের সবার জন্যই প্রেরণা।

‎এই অন্ধ হাফেজের জীবনের গল্প শুধু তার ব্যক্তিগত সাফল্যের কাহিনি নয়, বরং এটি সাহস, নিষ্ঠা ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত।