হাটহাজারীতে শিক্ষক ফেডারেশন সম্মেলন

নৈতিক শিক্ষাবর্জিত উচ্চ শিক্ষিতরাই দেশের দুর্নীতির জনক : অধ্যক্ষ নুরনবী

‘জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশকে দিল্লি মুক্ত রাখতে হলে আগে সংস্কার ও বিচার হতে হবে, তারপর নির্বাচন।’

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
হাটহাজারীতে শিক্ষক ফেডারেশন সম্মেলন
হাটহাজারীতে শিক্ষক ফেডারেশন সম্মেলন |নয়া দিগন্ত

আদর্শ শিক্ষক ফেডারেশনের চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি অধ্যক্ষ মো: নুরনবী বলেছেন, ‘আমার সন্তান সচিব হয়েছে কিন্তু সে তো বড় দুর্নীতিবাজ, আমার ছাত্র তো পুলিশের বড় কর্মকর্তা হয়েছে সে তো বড় ঘুষখোর, কেন? এজন্য তারা দুর্নীতিবাজ ও ঘুষখোর দেশ তাদেরকে নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করেছে। ফলে তারা দেশ প্রেমিক না হয়ে দেশদ্রোহী হয়ে গড়ে উঠেছে। নৈতিক শিক্ষাবর্জিত উচ্চ শিক্ষিতরাই দেশের দুর্নীতির জনক।’

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হাটহাজারী উপজেলা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যক্ষ মো: নুরনবী বলেন, ‘শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। আদর্শ শিক্ষক ফেডারেশন চায় এদেশে শিক্ষক সমাজকে সাথে নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও আদর্শের শিক্ষা কয়েম করে সৎ, যোগ্য নৈতিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে এগিয়ে যেতে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক ফেডারেশনের জেলা উপদেষ্টা অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফেডারেশনের হাটহাজারী উপজেলা প্রধান উপদেষ্টা চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি অধ্যাপক মো: সেলিম উদ্দিন।

ফেডারেশনের হাটহাজারী উপজেলা সভাপতি অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন ইমামীর দারসুল কোরআনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

উপজেলা সেক্রেটারি প্রফেসর আব্দুল মান্নান তালিবের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ফেডারেশনের হাটহাজারী উপজেলার দক্ষিণ অঞ্চল উপদেষ্টা মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, উপজেলার উত্তর অঞ্চল উপদেষ্টা মিজানুর রহমান, অধ্যাপক খোরশেদুল আলম এনাম, অধ্যাপক ফজলুল কাদের, শিক্ষক ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা মাধ্যমিক স্তরের সভাপতি মিজানুর রহমান সহ সেক্রেটারি মো: খায়রুদ্দিন সোহেল সহ সেক্রেটারি এস এম হুমায়ুন, দাখিল মাদরাসা স্তরের প্রধান মাওলানা শহিদুল্লাহ, প্রাথমিকের মাস্টার মাহমুদুল করিম।

জেলা উপদেষ্টা অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশকে দিল্লি মুক্ত রাখতে হলে আগে সংস্কার ও বিচার হতে হবে, তারপর নির্বাচন।’

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ‘আগামীতে যে কোনো মূল্যে জাতিকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে শিক্ষক সমাজের একটা গুরুত্বপূর্ণ ভুমিকা থাকবে। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে মানুষ এবার সৎ, যোগ্য ও দেশ প্রেমিক দল ইসলামী জোট জামায়াতকেই নির্বাচিত করবে। জামায়াত ক্ষমতায় আসলে এদেশে প্রথম শিক্ষাকে সংস্কার করা হবে এবং শিক্ষকেরাই হবেন এর মূল কারিগর।’