মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজি তার দাড়িপাল্লা প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীনগর বাজার থেকে শুরু করে ছনবাড়ী, নিমতলা, কেয়াইন ইউনিয়ন, ইমামগঞ্জ বাজার, বাসাইলসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভাও অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো: আরশাদ আলী ঢালী, খিদির আব্দুস সালাম, মাওলানা এ কে এম ইউসুফসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্যে ফখরুদ্দীন রাজি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে সমাজে কোনো ধরনের অন্যায়-অবিচার থাকবে না। জনগণের সম্পদ আত্মসাৎ করার সুযোগ কাউকে দেয়া হবে না। একই সাথে নতুন করে কোনো ঋণখেলাপিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামী রাজনীতি করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।



