আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনের জামায়াত প্রার্থী

‘আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমি মতলবের মানুষকে সাথে নিয়ে সুখী-সমৃদ্ধ মতলব গড়তে চাই।’

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: মো: আব্দুল মোবিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: মো: আব্দুল মোবিন |নয়া দিগন্ত

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: মো: আব্দুল মোবিন আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে, মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা: আব্দুল মোবিন নয়া দিগন্তকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমি মতলবের মানুষকে সাথে নিয়ে সুখী-সমৃদ্ধ মতলব গড়তে চাই।’

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাদের আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত জানায়।