কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার সদর অংশে চলমান ডিভাইডার স্থাপন ও সড়ক প্রশস্তকরণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় নিজ এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে এসব অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে যানজট দূর করতে সড়কে রোড ডিভাইডার স্থাপনসহ সড়ক বৃদ্ধিকরণ প্রকল্পে সরকারের পক্ষ থেকে প্রায় দুই কোটি টাকার বরাদ্দের বন্দোবস্ত করেন হাসনাত আবব্দুল্লাহ। ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠান ছিল মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ।
এদিকে রাস্তার কাজে ওই প্রতিষ্ঠানের নানা অনিয়ম করার অভিযোগ পাওয়ায় হাসনাত আব্দুল্লাহ সরাসরি নিজে এসে তা প্রত্যক্ষ করেন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ প্রকল্পের ঠিকাদার আশিকুর রহমান ভূঁইয়াকে (সবুজ) উদ্দেশ করে বলেন, এ টাকা আমার-আপনার না, তা জনগণের। সুতরাং এ কাজের জন্য যত টাকা বরাদ্দ দিয়েছে তার যথাযথ প্রয়োগ হতে হবে। এ দেবিদ্বারে প্রায় ৪০টি হাসপাতাল আছে, গড়ে প্রতিদিন ১৫টি ডেলিভারি হয় তাই এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এর দায়ভার আপনাকেই নিতে হবে।’
এ সময় তিনি ওই ঠিকাদারকে কাজে অনিয়ম করার কারণ জানতে চান।
এনসিপির এ নেতা বলেন, ‘এ কাজটির ব্যাপারে ঠিকাদারকে ইঞ্জিনিয়ারের সাথে বসে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমার দেবিদ্বারের মানুষের দুর্ভোগ হবে আমি তা হতে দেব না। আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমরা কারো কাছে ধরা নেই।’
এদিকে কাজের অনিয়ম সম্পর্কে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মো: আশিকুর রহমান ভূঁইয়া (সবুজ) বলেন, ‘আমি যেভাবে ওয়ার্ক অর্ডার পেয়েছি সেভাবে করেছি। এখন মনে হচ্ছে আরো ক্ষতি হয়েছে। এরপরেও যেভাবে ভালো হবে ক্ষতিপূরণ দিয়ে হলেও কাজটা শেষ করব।