জুলাই অভ্যুত্থানের তৃতীয় পর্যায়ের আহতদের অনুদানের চেক ঈদুল আজহার আগে দেয়া হবে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: রায়হান কাওছার।
মঙ্গলবার বিকেলে জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত অবস্থায় গুলিতে নিহত ঢাকার কবি কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মো: জিহাদের নামে দশমিনা উপজেলা চত্বরে শহীদ জিহাদ ডিজিটাল গ্রন্থাগার উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইরতিজা হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাজেদুল ইসলাম, দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল অলীম, নিহত জিহাদের বাবা মো: নুরুল আমীন মোল্লা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক মো: শাহ আলম শানু সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: লুৎফর রহমান লিটন, ছাত্র প্রতিনিধি মো: তৌহিদ, গাজী সালাহউদ্দিন প্রমুখ।