নানা আয়োজনে মানিকগঞ্জে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশকপূর্তি

মানিকগঞ্জে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
নানা আয়োজনে মানিকগঞ্জে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশকপূর্তি
নানা আয়োজনে মানিকগঞ্জে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশকপূর্তি |নয়া দিগন্ত

মানিকগঞ্জে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে এবং কলেজের প্রিন্সিপাল এস এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

পুনর্মিলনীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একে অপরের সাথে গল্প–আড্ডায় স্মৃতিচারণ করেন। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। পরে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যুক্তি তর্কে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, ‘শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের এক দশকের যাত্রা শিক্ষার বিস্তার ও মানবিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের সন্তানদের দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরাই গড়বে আগামীর স্বপ্নের বাংলাদেশ।

দিনব্যাপী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।