মির্জাগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সংবর্ধনা

মির্জাগঞ্জ বহুমুখী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
মির্জাগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সংবর্ধনা
মির্জাগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সংবর্ধনা |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে সদ্য যোগদানকৃত তিন প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে মির্জাগঞ্জ বহুমুখী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদ্য যোগদান প্রধান শিক্ষকরা হলেন- সুবিদখালী সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুল হালিম, মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো: শাহ আলম ও পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো: ইত্তেজা হাসান।

‎এসময় মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো: আবদুল হালিমের সভাপতিত্বে এখানে উপস্থিত ছিলেন ‎মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ‎মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক (বাংলা) মো: আ: মন্নান লোটাস, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদরাসার ইংরেজি প্রভাষক মো: মাহাবুবুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: উজ্জ্বল খাঁন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দীন মল্লিক, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ ফাউন্ডেশন সভাপতি ও সহকারী শিক্ষক মো: আবু সলেহ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।