খাগড়াছড়ি-ঢাকা সড়ক, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আগামীকাল বুধবার আধাবেলা অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এই কর্মসূচি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয় মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গুলি বর্ষণের সাথে জড়িত ছয় সন্ত্রাসীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রেফতার না করায় বুধবার আধাবেলা এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এতে আরো জানানো হয়, গত সোমবার সন্ধ্যায় খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আয়োজিত মশাল মিছিল থেকে উক্ত ছয় সন্ত্রাসীকে গ্রেফতারে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয়া হয়। একইদিন মানিকছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটি সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে একই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।
এতে অভিযোগ করা হয় গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় ছয়জন সশস্ত্র সন্ত্রাসী তবলা পাড়ায় গ্রামবাসীদের ওপর গুলি বর্ষণ করে। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদেরকে আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়।
বিবৃতিতে নেতৃদ্বয় অবরোধ কর্মসূচি সফল করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
অবরোধ পালনকালে অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ ও বিদ্যুৎ সরবরাহকারী গাড়ি, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ জানান।