রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জামায়াত কর্মী সাইদুর রহমানের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে উপজেলা জামায়াত।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের কেজাওরা গ্রামের নিজবাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
বিশ্বম্ভরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির জনাব সুলতান আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা আমির মাওলানা হারিস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের সুনামগঞ্জ জেলার আমির মওলানা তোফায়েল আহমদ খান, বাংলাদেশ ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব শহিদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল্লাহ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখা জামায়াতের বাইতুলমাল সম্পাদক ডাক্তার আবু সাঈদ, সহকারী সেক্রেটারি আশরাফ আলী ও ডা: হেলাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জানানো হয়। একইসাথে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক আলোচনা করে শহীদ সাইদুর রহমানসহ জুলাই ও আগস্টের সকল শহীদদের জন্য মোনাজাত করা হয়। পরে কেন্দ্রীয় দায়িত্বশীলদের নেতৃত্বে সাইদুর রহমানের কবর জিয়ারত করা হয়। -বিজ্ঞপ্তি