বেনাপোল বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কার্গো ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য আটক করা হয়। এ সময় ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় বেনাপোল বিওপি থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল বাইপাস সড়ক থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। পরে সন্দেহজনকভাবে ট্রাকটি বিজিবি ক্যাম্পে এনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে ভারতীয় শাড়ি ১ হাজার ৪৭৬টি, থ্রি পিস ২১৫টি, মোটরসাইকেলের টায়ার দু’টি, বিভিন্ন প্রকার ওষুধ ১০ হাজার ৬৯৩টি এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী পাওয়া যায়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।
আটকরা হলেন- ট্রাকচালক আ: মালেক ও সহকারী অন্তর কর্মকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বেনাপোল নামাজ গ্রামের মো: বিল্লালের সাথে ২০ হাজার টাকার চুক্তিতে এসব মালামাল ঢাকার মিরপুরে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাগজপত্রবিহীন পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি বলেন, আটক ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।