গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল-আরোহী স্বামী আনোয়ার (৩০) ও তার স্ত্রী শারমিন নিহত হয়েছেন। তারা ঢাকা থেকে গ্রামে ফিরছিলেন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তারা দু’জনেই গার্মেন্টসে চাকরি করতেন।
জানা গেছে, সড়কে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে দুর্ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দু’টি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।