টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশন শহীদ সালাহউদ্দিন সেনানিবাস ঘাটাইল।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে মধুপুর বিএডিসি আর্মি ক্যাম্পে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলসহ অন্য শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ।
সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। এবার মধুপুরের বিভিন্ন অঞ্চলের অন্তত ২০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশনের সদস্যরা এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন জেনারেল অফিসার কমান্ডিং।
এ সময় উপস্থিত ছিলেন সদর দফতর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্য সামরিক কর্মকর্তারা।



