শিক্ষায় টেকসই সাফল্য : শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন সুলতান আহমেদ

শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক অবদান ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক–২০২৬ নির্বাচিত হয়েছেন লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সুলতান আহমেদ।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
শিক্ষায় টেকসই সাফল্য : শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন সুলতান আহমেদ
শিক্ষায় টেকসই সাফল্য : শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন সুলতান আহমেদ |নয়া দিগন্ত

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক অবদান ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক–২০২৬ নির্বাচিত হয়েছেন লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সুলতান আহমেদ।

জানা গেছে, ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই শেষে তার নাম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে তিনি জেলা পর্যায়ে মোট ষষ্ঠবার এবং উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন।

এর আগে ২০১৬, ২০১৮, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তিনি রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেন। চলতি বছরেও তার কাজ ও অবদান মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ের চূড়ান্ত তালিকায় স্থান পায় তার নাম।

দীর্ঘ শিক্ষকতা জীবনে মো: সুলতান আহমেদ পাঠদানে সৃজনশীলতা, শিক্ষার্থীদের প্রতি নিবেদন এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার জন্য পরিচিত। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তার ভূমিকা প্রশংসিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় শিক্ষা প্রশাসন ও সহকর্মীদের মতে, এ অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি পাহাড়ি অঞ্চলের শিক্ষার অগ্রযাত্রার প্রতিফলন। তার ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে, মো: সুলতান আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ। এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমার মূল লক্ষ। ভবিষ্যতেও এই দায়বদ্ধতা নিয়ে কাজ করে যেতে চাই।’