গৌরনদীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদী মডেল থানা
গৌরনদী মডেল থানা |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও রহস্যজনক কারণে বাকি দুইজনের নাম-পরিচয় প্রকাশ করতে গড়িমসি করছে থানা পুলিশ। পুলিশের এই লুকোচুরি ও তথ্য দিতে অসহযোগিতায় এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

গৌরনদী মডেল থানা সূত্রে গ্রেফতারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন সরদার এবং চাঁদশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ সিকদারের নাম নিশ্চিত করা হলেও তাদের সাথে গ্রেফতার হওয়া অপর দুইজনের পরিচয় এখনো অন্ধকারে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক সংবাদকর্মীরা জানিয়েছেন, বিশেষ অভিযানে চারজন গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিস্তারিত তথ্যের জন্য দফায় দফায় থানায় যোগাযোগ করেন তারা। কিন্তু থানার ডিউটি অফিসার থেকে শুরু করে ওসি (তদন্ত) এবং অফিসার ইনচার্জ (ওসি) কেউই গ্রেফতার বাকি দুইজনের নাম বা পরিচয় প্রদান করেননি। এমনকি কোনো সুনির্দিষ্ট মামলায় বা অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, সে বিষয়েও মুখ খুলছেন না দায়িত্বশীল কোনো কর্মকর্তা।

এ বিষয়ে জানতে থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেন।

অন্যদিকে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল মোবাইল ফোনে চারজন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মুঠোফোনে গ্রেফতারদের নাম-পরিচয় জানতে চাইলে থানায় গিয়ে নাম-পরিচয় সংগ্রহ করার কথা বলেন ওসি।