বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে হত্যা

রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bogura
জোড়া খুনের বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে
জোড়া খুনের বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে |সংগৃহীত

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : বাসস