ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
এ সময় বক্তারা বলেন, ইলিশ টিকিয়ে রাখতে হলে নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি মো: সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।