চুয়াডাঙ্গা সদরে ট্রেনের ধাক্কায় আসিফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে টেংরামারি রেলগেট সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া মহল্লার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। স্থানীয়রা রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানান, নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, আসিফ মাদকাসক্ত ছিলেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরের দিকে রেললাইনের আশেপাশে অবস্থানকালে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



