শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সকালে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে উপজেলার ফিনলে টি কোম্পানীর ফুলছড়া চা বাগান মাঠে চা শ্রমিকদের মাঝে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা
গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে উপজেলার ফিনলে টি কোম্পানীর ফুলছড়া চা বাগান মাঠে চা শ্রমিকদের মাঝে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) মামুনুর রশিদ, ফিনলে বালশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, ফুলছড়া বাগানের ম্যানেজার শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আ: রাজ্জাকসহ উপজেলা উশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন নয়া দিগন্তকে জানান, ভোটারদের মাঝে ভোট প্রদানে আগ্রহ তৈরী করার পাশাপাশি গণভোটের বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে। ইতোমধ্যে সকল ভোট সেন্টারে সিসি ক্যামেরা স্থাপন করে প্রস্তুত করা হয়েছে ভোটের পরিবেশ।