খুলনায় দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, এক প্রার্থীর স্থগিত এবং আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় দুই আসনে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে
খুলনায় দুই আসনে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে |নয়া দিগন্ত গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় দুই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) আ স ম জামসেদ খোন্দকার প্রার্থিতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, এক প্রার্থীর স্থগিত এবং আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

মনোনয়ন বাতিল হওয়া তিন প্রার্থী হলেন— খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো: মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো: আছাদুল বিশ্বাস।

এছাড়া খুলনা-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দারের মনোনয়ন বহাল রয়েছে।

অন্যদিকে, খুলনা-৬ আসনে বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো: আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডলের মনোনয়ন বহাল রয়েছে।