টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে স্থানীয় পূজা কমিটির সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা মির্জাপুর বাইপাস সংলগ্ন লাবু মৃধা হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় অনুষ্ঠান করতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, মির্জাপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র আলী আজম সিদ্দিকী, ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি বিকাশ গোস্বামী, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান ঐক্যজোটের উপজেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন পালসহ অনেকে। অনুষ্ঠানে ২৫৮টি পূজা কমিটির প্রতিনিধিরা অংশ নেন।