মো: হুমায়ুন কবির, গন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকানঘর। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৪টার দিকে পৌর শহরের হাসপাতাল পয়েন্টে ছিক্কা জামে মসজিদ মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখে ও মসজিদের মাইকে আগুনের সংবাদ শুনে ব্যবসায়ীরাসহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের ১০টি দোকান পুড়ে যায়। কিভাবে আগুন লেগেছে তা কেউ সঠিকভাবে বলতে না পারলেও ব্যবসায়ীদের ধারণা বিদ্যুৎ -এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
শান্তিনগর বাজার সেক্রেটারি বিল্লাল মিয়া জানান, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটকে ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হয়। ব্রিজ পারাপারের সমস্যার কারণে গাড়ি পৌঁছাতে পারবে না বলে ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়। পরে বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে সকাল ৬টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগুনের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বরকত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের শান্তনা দিয়েছেন।



