নেত্রকোনার দ্বীপ হাওর খালিয়াজুরির ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়া আরো দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ হওয়া চার শিশুর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচহাটা এলাকায় ধনু নদে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার দুই শিশু হলো- আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার শিশুকন্যা লায়লা আক্তার (৭) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৭)।
রোববার বিকেলে রিপোর্ট লেখাকালীন সময়ে শামছু মিয়ার শিশুকন্যা সামিয়া আক্তার (১১) এখনো নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরযাত্রী নিয়ে আসা একটি ভাড়ায়চালিত স্পিডবোট নিয়ে ঘুরতে দুপুরে অন্যদের সাথে চার শিশু ও বরযাত্রীরা ধনু নদে রওনা দেন। কিছু দূর যাওয়ার পরপরই একটি মাছ ধরার ট্রলারের সাথে ধাক্কা লেগে ওই স্পিডবোটটি উল্টে সবাই পানিতে পড়ে যান। তাদের মধ্যে নারী-পুরুষসহ ১১ জন কোনো রকমে তীরে উঠে আসতে সক্ষম হলেও শিশুরা স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান করতে না পেরে শেষে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
পরে ডবুরি দল শনিবার বিকেলে ধনু নদ থেকে পাচঁ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মকবুরল হোসেন জানান, এ পর্যন্ত ধনু নদ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো আরো এক শিশু নিখোঁজ রয়েছে।