কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

যারা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে না, তাদের রাজনী‌তি করার অধিকার নাই

‘দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই। পার্বত্য চট্টগ্রাম-বন্দর য‌দি রাখতে হয়, আমার দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, তাহলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই।’

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
যারা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে না, তাদের রাজনী‌তি করার অধিকার নাই : বরকত উল্লাহ বুলু
যারা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে না, তাদের রাজনী‌তি করার অধিকার নাই : বরকত উল্লাহ বুলু |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘যারা একাত্তরের মু‌ক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মু‌ক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে না, তারা ৩০ লাখ শহীদের রক্ত‌‌ দেয়াকে স্বীকার করে না, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তাদের রাজনী‌তি করার অধিকার নাই।’

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বু‌ড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু, ‘দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই। পার্বত্য চট্টগ্রাম-বন্দর য‌দি রাখতে হয়, আমার দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, তাহলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই।’

কোনো হাইব্রিড যেন বিএন‌পির নেতা না হতে পারে সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

দুপুর ২টায় বু‌ড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএন‌পির সাবেক সদস্য স‌চিব হাজী জ‌সিম উদ্দিন জ‌সিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

উপজেলা বিএনপির আহ্বায়ক এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য স‌চিব হাজী ক‌বির হোসেনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সম্মেলনে উপ‌স্থিত ছিলেন‌ কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএন‌পির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএন‌পি‌ নেতা মোস্তফা জামান, জেলা বি‌এনপির যুগ্ম-আহ্বায়ক নজ‌রুল ইসলাম স্বপন, মুজা‌হিদ চৌধুরী, নারী‌ নেত্রী সা‌কিনা বেগম, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া।

এছাড়াও কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।