চকরিয়ায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে হাজারো মানুষের ঢল

দিনব্যাপী এ কিরাত সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে হাজারো কিরাত প্রেমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আলাদা ব্যবস্থা থাকায় মহিলাদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
আন্তর্জাতিক কিরাত সম্মেলনে কিরাতপ্রেমী মানুষের ঢল
আন্তর্জাতিক কিরাত সম্মেলনে কিরাতপ্রেমী মানুষের ঢল |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া কিরাত সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কিরাত সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে হাজারো কিরাত প্রেমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আলাদা ব্যবস্থা থাকায় মহিলাদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

শুক্রবার (৫ ডিসেম্বর) চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টার দিকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ সম্মেলন চলে।

হাফেজ আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মিশরের ক্বারি মোহাম্মদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার শায়েখ ক্বারি রজাঈ আইয়ুব, আফ্রিকার শায়েখ ক্বারি ফারদান আদম, পাকিস্তানের শায়েখ ক্বারি আব্দুল বাসেত আসলাম ও বাংলাদেশের চট্টগ্রামের হিজবুল্লাহ আল মুজাহিদসহ আমন্ত্রিত ক্বারিদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ হন।