চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পৃথক তিন স্থানে বিষাক্ত সাপের কামড়ে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনায় একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৫ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম বলেন, আলালপুর গ্রামের মো: আওকাত আলী গুধার ছেলে মো: রানাউল ইসলাম (৩৬) গতকাল রাতে নিজ বাড়িতে শুয়ে থাকা অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে খাড়বাটরা গ্রামের মরহুম মুসলিমের ছেলে মো: আজিজুল ইসলাম (৫৮) শুক্রবার সকাল ১০টার দিকে ধানের জমিতে কাজ শেষ করে পা-হাত ধোয়ার সময় তাকে সাপে কামড় দেয়। এ সময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া হোসেনভিটা গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে আনারুল ইসলামকেও (৫৫) সাপে কামড় দেয়। তার ভাই হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিলে ধানের জমি দেখতে গিয়ে সাপে কামড় দেয় তাকে। তিনি এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন না থাকায় রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিতে হচ্ছে। এতে ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং রাস্তায় রোগী মারা যাচ্ছে। প্রশাসনের উচিত জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের অ্যান্টিভেনম সরবরাহ করা।’