ফেনী সরকারি কলেজে ছাত্রীকে হেনস্তা ও হিজাব নিয়ে কটূক্তি করায় সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ডের সামনে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা শাখা ছাত্রীসংস্থা এ আয়োজন করে।
এ সময় মাদরাসা শাখার ছাত্রীসংস্থার নেত্রী মাহেরা মুবাররাত ও সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘আমাদের রাস্তায় নামতে বারবার বাধ্য করা হচ্ছে। আমরা একটি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিজাব নিয়ে কটূক্তি করা হচ্ছে। আমরা বিশ্বাস করি হিজাব মুসলিম ধর্মের একটি পরিচয়। কিন্তু বারবার কেন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে এমন করা হচ্ছে। আমরা চাই ফেনী কলেজ শিক্ষক বিপ্লব কুমারের সর্বোচ্চ শাস্তি হোক। একইসাথে আমরা চাই আমাদের আর কোনো বোন যেন এমন কটূক্তির শিকার না হয়।’
উল্লেখ্য, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীল এক শিক্ষার্থীকে হিজাব নিয়ে কটূক্তি করেন। এরপর ওই ছাত্রী লিখিতভাবে কলেজ অধ্যক্ষকে অভিযোগ জানান। পরে বিষয়টি জানাজানি হলে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে একই অভিযোগ করেন। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলে অভিযোগের সত্যতা মেলে বলে কলেজ প্রশাসন সূত্রে জানা যায়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও সাধারণ জনগণে মধ্যে তীব্র ক্ষোভ জন্মেছে। তারা বিপ্লব কুমার শীলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



