নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার আওতাধীন পাওয়ারলুম শ্রমিকেরা চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে এ বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শ্রমিকদের দাবিগুলো হলো প্রতি গজ কাপড়ের মজুরি এক টাকা করে বৃদ্ধি করতে হবে, কাজ করার সময় কোনো শ্রমিক দুর্ঘটনা কবলিত হলে তার চিকিৎসার ব্যয়ভার মালিকপক্ষকে বহন করতে হবে, দুই ঈদে প্রতি শ্রমিককে চার হাজার টাকা করে ঈদ বোনাস দিতে হবে, কাজ করার সময় কোনো শ্রমিক অসুস্থ হয়ে বাড়িতে গেলে সুস্থ হওয়া পর্যন্ত তার কাজ বহাল রাখতে হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের এই চার দফা দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে মালিক পক্ষের কাছ থেকে কোনরূপ বক্তব্য পাওয়া যায়নি।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখব।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, ‘এ ঘটনায় আমরা শ্রমিকদের সাথে কথা বলে রাস্তা চালু করার চেষ্টা করছি।’