প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ব্যতিক্রমী এক নৌ র্যালি কর্মসূচী পালিত হয়েছে।
‘ইলিশের বংশ করবো না ধ্বংস’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১১ অক্টোবর) দুপুরে জনসচেতনতামূলক এই র্যালি ও মানববন্ধনে মুন্সীগঞ্জ -২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সর্বস্তরের জনগণসহ
স্থানীয় বিএনপি নের্তৃবৃন্দ অংশ নেন।
নৌ র্যালিটি ট্রলারযোগে উপজেলার মাওয়া-শিমুলিয়া-লৌহজং-গাঁওদিয়ায় পদ্মা নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে পদ্মাপাড়ে শেষ হয়।
পদ্মা নদীতে জনসচেতনতামূলক এ নৌ র্যালি পরবর্তী এক মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা লক্ষ করেছি প্রশাসনের তরফ থেকে পুলিশ, কোস্ট-গার্ডসহ বিভিন্ন সংস্থার এতো অভিযান পরিচালনার পরও দু’একটি ভিডিওতে আমরা দেখছি ইলিশ নিধনের উৎসব চলে। তারপরেও ইলিশ মাছ বেচাকেনাও হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়।‘
বিএনপির পক্ষ থেকে সরকারি নিষেধাজ্ঞার এই ২২ দিন মা ইলিশ নিধন বন্ধের জোরালো আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘মা ইলিশ রক্ষা শুধু সরকারের প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের কাজ নয়, এটা আমাদেরও কাজ, জনগণের কাজ। মা ইলিশ রক্ষায় জনগণের অংশ হিসেবে সবাইকে সচেতন করতে হবে। তাহলে আমরা দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো।‘
পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনকে আরো শক্তিশালী হতে হবে। শেখ হাসিনার আমলের পুলিশ-প্রশাসন হলে চলবে না। সেই আমলের স্বভাবটা বদলাতে হবে। পুলিশ -কোস্ট গার্ড যদি আরো সক্রিয় থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি- এই ২২ দিন ইলিশ মাছ নিধনের কোনো সুযোগ থাকতো না।‘
বিএনপির এই নেতা আরো বলেন, ‘বিএনপি যদি ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, তাহলে মা ইলিশ নিধন বন্ধে আমরা সর্বাত্মক অভিযান পরিচালনা করবো। আগামী ৫ বছরে বাংলাদেশকে ইলিশ মাছে স্বয়ংসম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আমাদের অভিযান-পদক্ষেপের কারণে তখন ইলিশ মাছ বিদেশেও রপ্তানি করবো ইনশাআল্লাহ। ইলিশ মাছের দামও কমে যাবে। তখন সবার পাতে মাছ উঠবে।’
এ সময় মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নেতা মোশাররফ হোসেন নসুর সঞ্চালনায় র্যালি, মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম রনি মৃধা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তপু, জিয়াউল ইসলাম মাসুদ প্রমুখ।