জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ দ্বারা নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। এ সময় ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি মো: শামিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি মোহাম্মদ রুবেল আলী, রাজশাহী জেলা (পশ্চিম) সভাপতি রেজওয়ান উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন শিবিরের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির।
বক্তারা বলেন, জুলাইসহ দেশের বিভিন্ন সময়ে সঙ্ঘটিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক চলমান নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।



