প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেফতার ১

মামলা সূত্রে জানা যায়, অবিবাহিত এক নারীর সরলতার সুযোগ নিয়ে শাহীন নিজেকে ‘লন্ডন প্রবাসী মামুন’ হিসেবে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Bhaluka
গ্রেফতার শাহীন
গ্রেফতার শাহীন |নয়া দিগন্ত

লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহীন আলম তালুকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার (১০ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী মাস্টারবাড়ি এলাকায় আরিফ স্পিনিং মিলে চাকরি করতেন। সেখানে তার সাথে পরিচয় হয় শাহীন আলম তালুকদারের। অবিবাহিত ওই নারীর সরলতার সুযোগ নিয়ে শাহীন নিজেকে ‘লন্ডন প্রবাসী মামুন’ হিসেবে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন।

পরে নিজেকে অসুস্থ দাবি করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা বলে কয়েক দফায় রত্নার কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিয়ে না হওয়ায় ওই নারীর সন্দেহ হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর শাহীন আলমসহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন।

পরে পুলিশের পক্ষ থেকে একাধিকবার থানায় আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি।

অবশেষে র‌্যাব-১৪ মামলার তদন্ত শুরু করে। রোববার ভোরে প্রযুক্তির সহায়তায় ভালুকা এলাকায় অভিযান চালিয়ে শাহীন আলম তালুকদারকে র‌্যাব গ্রেফতার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঘটনাটির পর একাধিকবার থানায় আপোষ মীমাংসার চেষ্টা করা হয়েছে। অভিযুক্তের বাবা ও স্ত্রী টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেখা দিলেও তা পরিশোধ করেনি। অবশেষে ভুক্তভোগী নারী বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, আজ (১০ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত শাহীন আলম তালুকদারকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।