চৌগাছার প্রতিবন্ধী রিফাত পেল ক্ষুদে বিজ্ঞানীর উপহার

যশোরের চৌগাছায় প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম রিফাত ক্ষুদে বিজ্ঞানী হিসেবে বিশেষ উপহার পেয়েছেন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)
প্রতিবন্ধী রিফাতকে ক্ষুদে বিজ্ঞানীর উপহার দিচ্ছেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম
প্রতিবন্ধী রিফাতকে ক্ষুদে বিজ্ঞানীর উপহার দিচ্ছেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম রিফাত (১৪) ক্ষুদে বিজ্ঞানী হিসেবে বিশেষ উপহার পেয়েছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ ক্ষুদে বিজ্ঞানীকে এ বিশেষ উপহার দেন।

রিফাত জন্মগতভাবেই একজন শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। সে এ বছর চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বসবে। সে চৌগাছা ব্র্যাকপাড়ার আবুল খায়েরের ছেলে।

অদম্য ইচ্ছা শক্তি তাকে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পরিচিতি করে দিয়েছে। সে ইতিমধ্যে স্মার্ট গাড়ি, স্মার্ট মোবাইল ফোন, স্মার্ট গিটার আবিস্কার করে আলোচনায় উঠে এসেছেন।

ঈদ উপলক্ষে রিফাত এবার প্লাস্টিকের পরিত্যক্ত বোতল দিয়ে ভাসমান রিসোর্ট তৈরি করে সাড়া ফেলেছেন। যা ঈদুল ফিতর উপলক্ষে কপোতাক্ষ নদ নারায়নপুর ব্রীজ এলাকায় প্রদর্শন করা হবে। এ কাজের বিনিময়ে উপজেলার নির্বাহী অফিসার তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ উপহার দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাস চন্দ্র চক্রবর্তী, উপজেলা আনসার অফিসার শাহাদৎ হোসেনসহ অন্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপহার পাওয়ায় রিফাত খুশি। সে তার অনুভুতি ব্যক্ত করে বলেন, ‘আমি আমার পিতার সংসারের বোঝা না হয়ে দেশের সম্পদ হতে চাই।’

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, ‘সে শারীরিক প্রতিবন্ধী হয়েও থেমে না থেকে তার অদম্য ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে এগিয়ে চলেছে। সে জন্য তাকে উৎসাহ দেয়ার জন্যই এ উপহার।’