খাবার সঙ্কটে কমলগঞ্জে বেড়েছে বানরের উৎপাত

সুযোগ পেলেই বাসাবাড়িতে ঢুকে রান্না করা খাবার কিংবা কাঁচা সবজি-ফলমূল নিয়ে যাচ্ছে বানররা। এক সময় বন জঙ্গলের ফলফলাদি খেয়েই বেঁচে থাকত বানরগুলো। বর্তমানে বনজঙ্গল কেটে ফেলায় দেখা দিয়েছে বানরের খাবার সঙ্কট।

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
খাবার সঙ্কটে কমলগঞ্জে বেড়েছে বানরের উৎপাত
খাবার সঙ্কটে কমলগঞ্জে বেড়েছে বানরের উৎপাত |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই বাসাবাড়িতে ঢুকে রান্না করা খাবার কিংবা কাঁচা সবজি-ফলমূল নিয়ে যাচ্ছে বানররা। এক সময় বন জঙ্গলের ফলফলাদি খেয়েই বেঁচে থাকত বানরগুলো। বর্তমানে বনজঙ্গল কেটে ফেলায় দেখা দিয়েছে বানরের খাবার সঙ্কট।

এদিকে খাবার না পেয়ে চারদিকে ছড়িয়ে পড়ায় এ প্রাণীগুলো হুমকির মধ্যে পড়েছে বলে জানা গেছে। তবে বানর বন ছেড়ে লোকালয়ে আসার ঘটনায় বনের খাদ্য সঙ্কটকেই দায়ী করছেন পরিবেশকর্মীরা। অন্যদিকে ঘনবসতির কারণে বানরের সংখ্যা কমে যাচ্ছে প্রতিনিয়ত। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রাণীকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টারের ছাদসহ আশপাশে দেখা মেলে অধিক বানরের।