চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |সংগৃহীত

পাবনার চাটমোহরে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে বসবাস করে কৃষি কাজ করতেন বলে জানা গেছে।

এলাকাবাসীর তথ্যমতে, সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। দুপুরের দিকে জমিতে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়ফুঁক করেও তাকে সুস্থ করতে ব্যর্থ হন। অবস্থার অবনতি হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আব্দুল কুদ্দুস রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।