বরগুনার আমতলীতে ব্যাটারিচালিত বোরাক অটো গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে মুন্নি আক্তার আসমা (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার খুড়িয়ার খেয়াঘাট-নোমোরহাট আঞ্চলিক সড়কের বিশ্বাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট এলাকার রব্বানী খলিফার মেয়ে।
জানা যায়, আসমা চট্রগ্রামে স্বামী ফরিদুল ইসলামের কাছে যেতে বুধবার সকালে বাবার বাড়ি থেকে রওনা দেন। পরে নোমরহাট থেকে আমতলী যেতে তিনি ব্যাটারিচালিত বোরাক অটো গাড়িতে উঠেন। পথে বিশ্বাসের হাট এলাকায় তিনি গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে জ্ঞান হারিয়ে ফেলেন আসমা। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাটারিচালিত ওই বোরাক অটো গাড়ির চালক মো: আব্দুল আলিম বলেন, হঠাৎ চলন্ত গাড়ি থেকে যাত্রী মুন্নি আক্তার আসমা সড়কে ছিটকে পড়ে যান। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রব্বানী খলিফা বলেন, আসমা চট্রগ্রামে থাকা জামাতার কাছে যাওয়ার সময় পথিমধ্যে গাড়ি থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মুন্নিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।