সিলেট নগরীর তালতলা এলাকায় ইমন দাস (২২) ও দীপ্ত দাস (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় গত ২০ ঘণ্টায় সড়কে প্রাণ গেল ৬ জনের।
নিহত ইমন সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা এবং দীপ্ত দাস জিন্দাবাজার এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, শনিবার রাত দেড়টার দিকে নগরীর তালতলা এলাকায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রোববার বেলা সাড়ে ১১টায় কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।
ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছেন। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানতে পারিনি। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
এর আগে, সিলেট ও সুনামগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন, সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন এবং দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল শাহগলী বাজারের পাশে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
ওসমানীনগরে দুর্ঘটনায় নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা এম মজিবর রহমান (৫৫) ও ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের (ইউপি) কাপনখালপার গ্রামের বাসিন্দা বকুল রবিদাস (২৬)। এ ঘটনায় উভয় বাসের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
এদিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের বাসের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক রাকিব হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকসহ আহত হয়েছেন আটজন।
অপরদিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।



