মানিকগঞ্জের ঘিওরে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে আমিনুর ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । এ সময় আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী আমির মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর ইসলাম দৌলতপুর উপজেলার আবুডাংগা গ্রামের জামাল শেখের ছেলে।
আহতরা হলেন দৌলতপুর উপজেলার কান্দা মান্দারতা গ্রামের শামীম মিয়ার ছেলে রিপন ও ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের বিপ্লব সাহার ছেলে বিনয় সাহা এবং টাঙ্গাইল কয়রা গ্রামের সাইজুদ্দিনের ছেলে নুরুল ইসলাম।
পুলিশ জানায়, দৌলতপুর উপজেলা থেকে ছেড়ে আসা অটোরিকশা ও ঘিওর থেকে ছেড়ে যাওয়া সিএনজি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, পল্লী বিদ্যুতের কর্মীরা আঞ্চলিক রাস্তায় কাজ করতেছিল। রাস্তার প্রায় অর্ধেক অংশে খুটি থাকার ফলে এই দুর্ঘটনার শিকার হয় বলে জানান তারা।
ঘিওর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিএনজি ও অটোরিকশা থানা হেফাজতে আছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।