বাগেরহাটে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা পাঁচ দফা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তাজমুল হোসেন, জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে উক্ত সনদকে কার্যকর করার দাবি জানান। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।