আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল-হাসান আরিফকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আরিফ গত এক যুগ ধরে আমতলী পৌর যুবলীগের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও আরিফ তার পক্ষে উপজেলা শহর ও ঢাকায় লিফলেট বিতরণ করেন। এদিকে ৫ আগস্টের পরে ঢাকার (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা আরিফকে আসামি করা হয়। পরে বুধবার দুপুর আড়াইটার দিকে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পৌর যুবলীগ সভাপতি আরিফকে ঢাকার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) মো: আনোয়ার হোসেন বলেন, আরিফকে বিচারকের নির্দেশে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।