পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়ায় গণসংযোগের সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘শান্তি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।’
বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত তিনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তার সিডিউল অনুযায়ী রাত ৯টার দিকে কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে শেষ হবে দিনের কার্যক্রম।
এসময় তিনি মদনপুরে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন করেন। ১০টার দিকে দাসপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চানু মেম্বার বাড়িতে উঠান বৈঠক করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। পরে সোনাবোরু বাজার, কাজলা চৌমুহনী বাজার, বড়ো চৌমহনী বাজার, দাসপাড়া বোর্ড অফিসে দুপুর দেড়টা পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। অতএব শান্তি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাউফল উপজেলা সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, শিবির নেতা দেলোয়ার হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজলসহ গণমাধ্যম কর্মীরা।