কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি। এতে ওই তার মা রাহিমা বেগম (৫৫) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা শহরের হাওলাদার ট্রেডার্সের মালিক ব্যবসায়ী দেলোয়ার হোসেন হাওলাদারের বসতঘর রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি। এতে ওই তার মা রাহিমা বেগম (৫৫) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ব্যবসায়ীক কারণে স্ত্রী-সন্তান নিয়ে উপজেলা সদরে বাসা ভাড়া করে থাকেন। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে হঠাৎ পাকের ঘরের দিকে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন বাড়ির লোকজন। প্রথমে স্থানীয় লোকজন আগুনের নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছার পূর্বেই সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গৃহকর্তা আ: হাকিম ও তার স্ত্রী রাহিমাকে বাড়ির লোকজন উদ্ধার করে।

ব্যবসায়ী দেলোয়ার হোসেন আরো জানান, মাত্র আধা ঘণ্টায় এতো বড় দ্বিতল সেমি পাকা ঘরটি কিভাবে পুড়ে গেলো বুঝতে পারছি না। আগুনে ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, ব্যাংকের চেক বই, পরিবারের সবার এনআইডি কার্ড এবং গাড়ির (স্মার্ট) কাগজপত্র, ধানচালসহ পুরা বসতঘরটি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।